নতুন আয়কর রিটার্ন অটো এক্সেল ফরম
About Course
সহজেই আপনি আয়কর রিটার্ন ফরম নিজেই পূরণ করতে পারেন। সেই সাথে অন্য কারো আয়কর রিটার্ন ফাইলিং করে ইনকাম ও করতে পারবেন। অর্থবছর শেষ হওয়ার আগেই, নিজে হিসেব করে নিয়ে বিনিয়োগ করলে, অনেক কর থকে মুক্তি বা কর রেয়াত পাওয়া যায়। অন্য কেউ আপনার ফরম পূরন করলে, অনেক সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া কিছু বেসিক থাকাটা ও জরুরি। আমাদের ডেভেলপ করা আয়কর রিটার্ন অটো ক্যালকুলেশন এক্সেল ফাইল আপনাকে হেল্প করবে নিজে নিজে আয়কর রিটার্ন ফরম পূরণ করতে।
কি কি পাবেন?
- আয়কর রিটার্ন অটো ক্যালকুলেশন এক্সেল IT-GA(2023) & IT GHA(2023)
- ফাইল কিভাবে পূরন করবেন তার নির্দেশনা ভিডিও
- আয়কর আইন ২০২৩ প্রয়োজনীয় ফাইল
বিশেষ ঘোষনাঃ আয়কর আইন ২০২৩ এর প্রজ্ঞাপনে অনেক পরিবর্তন করা হয়েছে। ২০২৩-২৪ আয়কর বছরের নির্দেশিকা প্রকাশিত হয়েছে । নতুন নির্দেশিকা অনুযায়ী আমরা এক্সেল ফরম আপডেট করে আপলোড করেছি ১৫ সেপ্টেম্বর ২০২৩। নতুন এক্সেল ফরম টি ডাউনলোড করে নিন।
যারা আমাদের ওয়েবসাইট থেকে আয়কর রিটার্ন অটো এক্সেল ফরম নিবেন, তারা সব সময় এই কোর্সে এসে আপডেট ফাইল টি পাবেন। সুতরাং যারা গত বছর বা এখন নিবেন, তারা ২০২৩-২৪ আয়কর বছরের নির্দেশিকা প্রকাশিত হলে , আমাদের ওয়েবসাইট থেকে আপডেট ফাইল টিও ডাউনলোড করে নিবেন।
ফাইল কিভাবে ডাউনলোড করবেনঃ
রেজিস্ট্রেশন করে লগ-ইন করে কোর্স টি ওপেন করলেই এক্সেল ফাইল “Exercise Files” অপশন থেকে ডাউনলোড এর অপশন পাবেন।
সমস্যা হলে এই ভিডিও টি দেখে নিতে পারেন https://youtu.be/jRviAD_RIgU
তারপরও কোন সমস্যা হলে WhatsApp 01576576189 টেক্সট করবেন।
Course Content
Income Tax Return Form IT-11 GA(2023)(English)
-
এক্সেল ফাইল
It explains everything from A to Z regarding Nutrition and also there are some very valuable workout tips.
Great job!