eReturn Full Course
আয়কর আইন ও রিটার্ন সাবমিশন

অনলাইনে  ইরিটার্ন ওয়েবসাইটের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল  সহজ হওয়ায়, আপনার সুযোগ মত আপনি একটু সময় বের করে , একবার শিখে নিতে পারলে, সারাজীবন নিজের পাশাপাশি পরিবার  ও অন্যের রিটার্ন  দাখিল করতে পারবেন ইনশাআল্লাহ।

নিচের ছোট ভিডিও দেখে কোর্স বিস্তারিত দেখে নিতে পারেন

Play Video

কি কি থাকছে এই কোর্সে

২০+ ভিডিও

কম সময় প্রয়োজনীয় ভিডিও দেখতে, টপিক অনুযায়ী ছোট ছোট ভিডিও রাখা হয়েছে

২ টি লাইভ প্রশ্ন-উত্তর ক্লাস

যে বিষয় বুজতে সমস্যা হবে বা যদি কোন প্রশ্ন থাকে, তার সমাধান প্রশ্ন-উত্তর লাইভ ক্লাসে দেয়া হবে। ২৪ ও ২৭ নভেম্বর ২০২৪

লাইফ টাইম ওয়েব এক্সেস

কোন পরিবর্তন আসলে লাইফ টাইম এক্সেস থাকায় অতিরিক্ত খরচ ছাড়াই আপডেট নিয়মের ভিডিও পাবেন

কোন কোন বিষয় শিখতে পারবেন?

লার্নিং শুরু করুন ফ্রি ভিডিও দেখে

ইরিটার্ন রেজিস্ট্রেশন ফুল প্রসেস লাইভ

ইরিটার্নের বিভিন্ন অপশন কোথায় ও কি কাজ করে

লাইভ ব্যাচ কোর্স ফীডব্যাক

"

অনলাইন কোর্সে ভর্তি হয়ে বেশির ভাগ লোকেই প্রতারিত হয়। সেই হিসাবে আমি খুব ভাগ্যবান,আলহামদুলিল্লাহ্‌। আলহামদুলিল্লাহ্‌

আল্লাহর কাছে শুকুরিয়া জানাচ্ছি যে, আমি Tutorial Palace এর মত একটি অনলাইন প্লাটফর্ম পেয়েছি(সন্ধান পাই ফেইজবুকে)।অনেক দিনের ইচ্ছা ছিল যে,In Come Tax এর উপর একটি কোর্স করবো। অনলাইন প্লাটফর্মে অনেক গুলো পেইজ ঘুড়ে Tutorial Palace এ ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলাম এবং ভর্তি কনফার্ম করলাম। ১০টি ক্লাস হবে প্রতি শুক্র ও মঙ্গলবার। প্রথম ক্লাস করেই মনে হল যে এখান থেকেই In Come Tax এর পূনাঙ্গ ধারনা পাওয়া যাবে, কারন স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো এতো সাজানো গুছানো ভাবে ক্লাস নিছেন বলার বাহিরে। চাকুরীর সুবাধে করনা কালীন সময় থেকে আমি অনেক অনলাইন কোর্স করেছি কিন্তু স্যারের মত এত সুন্দর ভাবে ক্লাস করাতে কম স্যার কেই দেখেছি। স্যারের উপস্থাপনা এবং স্যারের In Come Tax এর উপর দক্ষতা দেখে আমার খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা স্যারের কাছে প্রশ্ন করলে স্যার খুব খুশি হতেন এবং বিভিন্ন উদাহরন মাধ্যমে সহজ করে বুঝিয়ে দিতেন। আর কোর্সের ডাইনামিক এক্সেল ফরমেট টা ছিল অসাধারন, এবং প্রত্যেক বিষয়ের উপর আলদা আলাদা প্রি-রের্কড ক্লাস ও কোর্স ম্যাটেরিয়ালস গুলো খুবেই উপকারী ছিল। সবগুলো ক্লাস শেষে পরীক্ষার প্রতিযোগিতা এবং পাশ করার আনন্দ টার মধ্যে ছিল নিজের কনফিডেন্স অর্জন করার আনন্দ। সর্বোপরি স্যারের কাছে কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি।

Sumon Mahmud

Bangladesh Power Development Board - BPDB

এখনই শুরু করুন

 আয়কর রিটার্ন এর প্রয়োজনীয় নিয়ম ও ইরিটার্ন ওয়েবসাইট এর মাধ্যমে রিটার্ন দাখিল করার যাত্রা। যা আপনার যেমন একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হেল্প করবে । সেই সাথে নিজেই জেনে বুঝে সঠিক নিয়মে রিটার্ন সাবমিশনে আপনাকে এগিয়ে রাখবে।

কিভাবে কোর্স টি কিনবেন?

১। সরাসরি ওয়েবসাইট থেকে উপরের “কোর্সটি কিনুন” বা “Enroll Now” এ কিক্ল করে আপনি নিতে পারেন। যেকোন অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে চেকআউট করতে পারবেন। ওয়েবসাইট থেকে নিলে সবসময় আপডেট আপনার প্রোফাইলে পেয়ে যাবেন। নিচে বিস্তারিত দেখে নিতে পারেন।

১ । কোর্স  বাছাই করে “Add to Cart” এ ক্লিক করুন. 

২ । Register Now ” তে ক্লিক করুন 

৩। আপনার সকল তথ্য সঠিক ভাবে দিয়ে ” Register ” বাটনে ক্লিক করুন 

৪। সফল ভাবে Registration করার পর   “View Cart” ক্লিক করুন 

৫। তার পর ” Proceed to checkout ” বাটনে ক্লিক করুন 

৬। এরপর আপনার সকল তথ্য দিয়ে Check box এ ক্লিক করে ” Complete payment ” এ ক্লিক করুন 

৭। অভিনন্দন আপনার কাঙ্ক্ষিত কোর্সটি সফল ভাবে Purchase করা হয়েছে Dashboard” এ ক্লিক করলেই Enrolled Course অপশনে আপনার কোর্স টি দেখতে পারবেন।

Google form:

২। ওয়েব সাইট থেকে নিতে সমস্যা মনে হলে নিজের লিংক থেকে সহজ গুগল ফরম পূরন করলে, আমরা গুগল ড্রাইভে এক্সেস দেয়া হবে। বিকাশ পেমেন্ট 01576576189 (payment অপশন) মার্চেন্ট একাউন্ট