আয়কর রিটার্ন

লাইভ অনলাইন কোর্স

নিজে বুঝে রিটার্ন দাখিল শিখি

⏰  ১ ডিসেম্বর রাত ৮.৪৫ টা থেকে এবারের (৬ষ্ঠ ব্যাচ) ক্লাস শুরু হতে যাচ্ছে। আয়কর রিটার্ন নিজে জেনে, অনলাইনে ইরিটার্নের মাধ্যমে দাখিলের আগ্রহ থাকলে দ্রুত ভর্তি হবেন।
✅ ভর্তির সাথে সাথে আগের ব্যাচের ক্লাস রেকর্ড +প্রিরেকর্ড ভিডিও দেয়া হবে যাতে প্রস্তুতি শুরু করতে পারেন।
✅ ক্লাস রেকর্ড ভিডিও পাবেন। এতে কোন ক্লাস মিস হলে দেখে নিতে পারবেন।
✅৪ টি ডাইনামিক অটো এক্সেল(বাংলা+ইংরেজি) প্রদান করা হবে, যা থেকে নিয়মের বেসিক ক্লিয়ার করতে পারবেন।
 
 

ক্লাস সূচি

কোর্স নিয়ে ছোট ভিডিও টি দেখতে পারেন

কি কি শিখতে পারবেন?

লাইভ ক্লাস ডেমো

শিখতে আগ্রহীরা যাতে অংশ নিতে পারে এই জন্য কোর্স ফি কমিয়ে রাখা হয়েছে

কোর্স ফি

৳ ৭৯০

আগের ব্যাচের লাইভ কোর্স রেকর্ড, রেকর্ড কোর্স এক্সেস ও অটো এক্সেল সহ অন্য কোর্স ম্যাটেরিয়াল প্রদান করা হবে।

আমাদের লাইভ কোর্স ফিডব্যাক দেখে নিতে পারেন

Play Video

কিভাবে ভর্তি হবেন?

সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে যেকোন অনলাইন পেমেন্ট সিস্টেম দিয়ে হতে পারেন।

বিকাশ (01576576189- Payment) করে গুগল ফরম পূরন করে ভর্তি হতে পারেন বা পেমেন্ট করে আমাদের WhatsApp এ জানালে হবে।

আজই ভর্তি হয়ে ম্যাটেরিয়াল নিয়ে আপনার আয়কর রিটার্ন স্কিল ডেভেলপ করার যাত্রা শুরু করুন